কবিতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
কবি: আরজুমান দিলসাধ(কেকা)
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
আকাশ ভরা হাজার তারা
কোন্ টা তুমি নজরুল?
তোমার পাশে আছে বুঝি
প্রাণ প্রিয় ওই বুলবুল?
সকল তারা বাক্যহারা
তাকায় তোমার মত
কোন্ টা তুমি চিনিনা যে
কোন্ টা ভাগ্য হতো?
কোন্ তারাটার চোখে ঝরে
তোমার মত জল?
কোন্ টা আবার দুঃসাহসী
রাখে বুকের বল?
কোন্ তারাটার কলম সাথী
লিখে চলে সারারাতি
কোন্ টা তবে প্রিয়ার চোখে
অন্ধকারে জ্বালায় বাতি?
চিনেও তোমায় চিনি না যে
আছো আকাশদীপ হয়ে
ধরার বুকে ঝরে পড়ো
আলোর দীপ্তি নিয়ে ।।