বাঁশুরিয়া কবি
দীপঙ্কর রায়
বাঁশুরিয়া কবি
ঝাঁকড়া তোমার চুলের কেশর
আয়ত গভীর চোখ
ঠোঁটে বাজে মোহনবাঁশি
কলমে দুর্যোগ,
কাঠবিড়ালীর পেয়ারা চাও
তুমি দামাল, আদতে ভিন্ন
সুরের সাধক হয়েও কেন
ভগবান বুকে এঁকে দাও পদচিহ্ন,
পরশুরামের কঠিন কুঠার
কিম্বা অর্ফিয়াসের বাঁশরী
সব্যসাচী মানায় তোমায়
দুই হাতে দুই হুঁশিয়ারি
জানি তোমার তরীটি আজ
ভিড়লো সোনার গাঁয়
পরাণ ভরে গান শোন তাই
আজও সুরের মূর্ছনায়,
প্রেমিক কবি জানো তুমি
হিজল বিছানো বনপথ
নেশা ধরিয়ে আলোছায়ায়
রাঙাবে চরণ প্রিয়ার শপথ,
স্তব্ধবাক স্তব্ধ লেখনি তবুও
স্থির তোমার দুটি চোখ
এখনো প্রেমের পথ চেয়ে
গত রাগ আর বীতশোক।