কবিতা: বসন্তের অসুখ
কবি: স্বাতী দে
বসন্তের অসুখ
আমার অসুখের নাম বসন্ত,
একঘেঁয়ে ঘ্যানঘ্যান প্যানপ্যান, মাসের শেষে হাতটান,
পিঠ টানটান ভরদুপুর, চোখ চলে যায় কোন সুদূর…।
আমার অসুখের নাম বসন্ত,
গুমট বাঁধা সন্ধ্যাকাশে, বারান্দাটাও ভেংচি কাটে,
চায়ের কাপে এক চুমুক,ঘামে সব নাস্তানাবুদ,
আমার অসুখের নাম বসন্ত,
জীবনটাকে বইতে থাকি, ছেড়া কাঁথায় নক্সা কাটি,
স্ক্রিন-জোড়া কালো রঙে সাদা তুলি টানতে থাকি,
আমার অসুখের নাম বসন্ত,
আসুক মেলে পাঁজর ভেঙ্গে সময়টার যে বড্ড অসুখ ,
ঘূর্ণিপাকের চেনা স্রোতে মিথ্যে প্রেমেই সাজাবো,
আমার অসুখের নাম বসন্ত।
অসাধারণ
বাহ্ দারুন
বসন্তের এই অসুখ মন্দ কি!