বলে যায় জীবনের কথা
আমাকে বাঁচিয়ে রাখে
জানালার গ্রীলে ভোরের রোদ্দুর
এসে হেসে বলে যায় জীবনের কথা।
আমাকে বাঁচিয়ে রাখে
প্রতিদিনের এই একচিলতে রোদ্দুর
এসে হেসে বলে যায় জীবনের কথা।
আমাকে বাঁচিয়ে রাখে
বারন্দার টবে থাকা আধ ফোটা ফুলের সুগন্ধি
এসে হেসে বলে যায় জীবনের কথা।
আমাকে বাঁচিয়ে রাখে
সকালে কাক ভেজা চড়ুইয়ের কথপোকথন
এসে হেসে বলে যায় জীবনের কথা।