কবিতা: প্রিয় কবি নজরুল
কবিতা: প্রিয় কবি নজরুল
কে জানতো-
রুটির দোকানে কাজ করা দুখু মিয়া
একদিন হয়ে উঠবেন মস্ত বড় কবি!
যার কবিতা ও গান মানুষকে যুগে যুগে
শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখাবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে যার গান ও কবিতা
হয়ে উঠবে নব প্রেরণার উৎস।
তিনি বিদ্রোহী হলেন, বাঁশের বাঁশরী ফেলে
হাতে তুলে নিলেন রণতূর্য।
লিখলেন, রক্ত টগবগ করা ‘বিদ্রোহী’ কবিতা।
তিনি প্রেমিক হলেন, লিখে দিলেন
“মোর প্রিয়া হবে এসো রানী,
দেব খোঁপায় তারার ফুল।”
পিতৃত্বের আদর, স্নেহ-মমতা বুকে নিয়ে,
সন্তান হারানোর বেদনায় লিখলেন,
বুক ফাটা কষ্টের গান-
“ঝরা বুনো গোলাপের বিলাপ শোন,
বুলবুল নীরব, নার্গিস বনে।”
হে প্রিয় কবি নজরুল, অজস্র সাহিত্য ভাণ্ডারে
সমৃদ্ধ করেছ তুমি বাংলা সাহিত্য।
তোমার সৃষ্টিকর্মের ভেতর, অমর হয়ে রবে তুমি
ভক্ত কুলের হৃদয়জুড়ে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে…