কবিতা: প্রত্যাশা
প্রত্যাশা
এক চিলতে রোদ,
মেঘে ঢেকে থাকা সব সম্ভবনা,
কলমের শেষ রক্তবিন্দু,
নীরবে চেয়ে থাকে গভীর প্রত্যয়ে,
সত্য-সংগ্রাম-বিপ্লব বিজয়ের জয়গান গেয়ে।
শরতের নীল আকাশ,
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা স্বজন,
বন্ধুত্বে ছুঁয়ে থাকা বিষাক্ত বাঁধন,
পথ খোঁজে,ছিঁড়ে দেয় প্রতারণার ফাঁদ,
কাঁচা হৃদয়ের দগ্ধ ক্ষত তখনও বিশ্বাস নিয়ে বাঁচে।