প্রতিশ্রুতি
ভয়ঙ্কর টানাপোড়েন চলে মনের অলিগলিতে,
কী কী প্রতিশ্রুতি দিয়েছি আমি কিম্বা তুমি…
আকাশে আঁকশি তুলে পেড়েছিলে নীলের ভান্ডার।
তাতে থাকত হাতে হাত ধরে চলার ইচ্ছে, মন চুরিকরা চাউনি,ওষ্টপুটে মিলিত সময়..কষ্টের কঙ্কালকে চূর্ণবিচূর্ণকরা তোমার শব্দমালা।
আমার বিষাদময় বেলাভুমিতে ঝর্ণার কলকল্লোল,
যেন আঠাশ-বাইশের কলারতোলা ছেলেবেলা।
আরও কত প্রতিশ্রুতি, কত ইচ্ছেপূরণের ছবি,
কেমন যেন ধোঁয়াটে বাসি খবর।
অথচ প্রতিশ্রুতি ছিল পাহাড়ি ঝর্ণার মত নিষ্কলুষ
শিশুর অবয়ব….।
আজ পাহাড় ভেঙে রাস্তা হয়, ঝর্ণাও শুকিয়ে যায়,
শুকনো ঝরাপাতার মতো জড়ো হয় প্রতিশ্রুতিরা।