কবিতা: নাগরদোলা
নাগরদোলা
বিজন পথ
একটি পাখি আকাশ লিখছে
লিখছে বিকেল
পাতা ঝরা পাড়ায় নামছে শীত
চাঁদের চোখে কুয়াশার চশমা
দু’জনে একটি পথকে ভাগাভাগি করে হাঁটছি
তোমার রাজহাঁস স্তন ডানা ঝাপটাচ্ছে ওড়নার আকাশে
ভিজছে আকাশ, গলছে পাথরও
নমনীয় হচ্ছে আমার ধানমাঠ
অস্পর্শ মাটি উচ্ছ্বাসে নদী
পৃথিবীর নাগরদোলার মাঠে
দু’জনে ভাবছি পথ নিয়ে