কবিতা: নতুনের পথে
নতুনের পথে
নতজানু হয়ে বসে আছি
একটা সকালের অপেক্ষায়
দেওয়ালের কার্নিশে তিনমাস আগে কেটে যাওয়া ঘুড়ি,
এখনও হাওয়ায় দুলছে
কঙ্কাল দেহে শুধু ব্যর্থতার ইতিহাস
সেদিনের আক্ষেপ সুতো থেকে আলাদা হয়ে যাওয়া
নব্বই দিনের গল্প
কখনও ইতিহাস হয়না
আমরা ইতিহাস হতে দিইনা।
আগামীর সকাল শামিয়ানা ঘিরে সূর্য আঁকবে নতুনের পথে