কবিতা: দীর্ঘ অপেক্ষার পর
দীর্ঘ অপেক্ষার পর
শুধু তার জন্য
দীর্ঘ অপেক্ষার পর
ক্লান্ত মনে হাঁটা শুরু করেছি।
এখন কাউকে বিশ্বাস করতে
ভীষণ ভয় লাগে,
আসলে ছলনার জালে
আবদ্ধ হতে আর চাই না।
শুধু তার জন্য
দীর্ঘ অপেক্ষার পর
রঙীন স্বপ্নগুলো মৃত হয়েছে।
এখন কাউকেই স্বপ্ন দেখাতে
ভীষণ ভয় লাগে,
আসলে স্বপ্নের মাঝে
আর কোন নতুনত্ব ধরা পড়ছে না।
শুধু তার জন্য
দীর্ঘ অপেক্ষার পর
নিদিষ্ট গন্তব্যের পথটি দীর্ঘায়িত হয়েছে।
এখন এই পথের সমাপ্তরেখায় পৌঁছানো
আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে,
আসলে দীর্ঘ অপেক্ষায়
মনের অবসাদে মৃতপ্রায় হয়েছি।
অসম্পূর্ণ প্রেমের হতাশা . কিন্তু কবি এই অসম্পূর্ণ প্রেম তো জীবন কে ক্লান্ত করতে পারেনা। জীবনের প্রেম তো অনেক বড়।খুব সুন্দর লিখেছেন