কবিতা: তোমার সৃষ্টি
তোমার সৃষ্টি
মাত্র বাইশ বছর বয়সে ‘বিদ্রোহী ‘র মত
কবিতা লেখা, বিস্ময় জাগে!
এত উপমা, এত বিবরণের ছড়াছড়ি, এত
আগুন ঝরা শব্দ কোন বারুদ কারখানা
থেকে, বয়ে এনেছিল নজরুল!
বাইশ বছর আর কত দিন,রাত। কত
বোধ আসে ঐ বয়সে?
বোধের অপার মহিমায় তিনি ডুব দিয়েছিল।
একটি কবিতা একশ বছর পেরিয়ে আজও
ফেরে মুখে মুখে, ‘বল বীর ‘।
বাইশ বছর এমন কি সময়, এত বিদ্রোহী চেতনা,
কিভাবে এল? বিস্ময়ে হতবাক হতে হয়!
কবির চেতনাকে জানাতে হয় কুর্নিশ, কবি তুমি মহৎ, তোমার সৃষ্টি প্রবল, উৎকৃষ্ট।