কবিতা: তুমি হারা
তুমি হারা
রাতের আঁধারে
আকাশের জোৎস্না দেখি
কখনো রঙ্গিন কখনো বিবর্ণ
মনের ভেতর বয়ে চলে খরস্রোতা দামোদর
যদি জলোচ্ছ্বাস আসে, কূল ভেঙে গিয়ে মোড় নেয় অন্যপথে। তারপর?
নিবিড় চলে পানকৌড়িদের কলকল।
মাটি রঙা জল
বাঁকে বাঁকে থমকে গিয়ে বেজে ওঠে ধামসা মাদল
দু পাড়ে গড়ে উঠেছে প্রাচীন তাম্রলিপ্ত নগর
সেখানে ঠাঁয় দাড়িয়ে কৃষ্ণচূড়া, ছায়াহীন এ তনু শতাব্দী কাল তুমিহারা
আর সারি সারি ধান ক্ষেত,সবুজ আল,
দিকবিদিক বিভুঁই
যত দূর চোখ যায়, নিশ্চিহ্ন নীরবতায়
তুমি কই? কে জানে?