কবিতা: তুমি প্রেমের বৃন্দাবন
আজি নিদাঘ দহন বেলায়, তুমি এলে হে কবি নজরুল
উড়ছে ঐ সাম্যের মশাল, গাহিছে বুলবুল।
চেতনায় তুমি নিপীড়িতের কবি
তোমার সুধায় সদা জাগ্রত রবি।
অসত্য ভুবনে তুমি চির বিদ্রোহী শক্তি
তোমার সুরে ঝংকার ধ্বনি মানব প্রেম আর মুক্তি।
মানুষের মাঝে মানুষের ছবি
মুগ্ধ নয়নে দেখালে হে কবি।
তোমার হৃদয় বীণায় বাজিল সে সুর
তুমি প্রেমিক বিশ্বময়, তুমিই নজরুল।
ভুবন জুড়ে তোমার জ্ঞানের প্রস্ফুটিত আলো
দূর হোক ভেদাভেদ; অসাম্য যেথায় সাদা আর কালো।
আর্ত মানবতার চেতনার কবি তুমি সর্বজন;
ফুলের জলসায় জেগে ওঠো আজি তুমি প্রেমের বৃন্দাবন।