কবিতা: তুমি তুমিই, অদ্বিতীয়
তুমি তুমিই, অদ্বিতীয়
তুমি হিন্দু ছিলে না, ছিলে না মুসলিম
তুমি মানুষ ছিলে, মানুষ নজরুল।
তুমি বলেছিলে –
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন্ জন?
এখনো ওই হৃদয়-কাটা প্রশ্নের অনুরণন শুনি,
শুনি জাতের নামে বজ্জাতি, জাত শেয়ালের হুক্কাহুয়া।
ভজনালয়ের মিনারে বসে ভণ্ড ধর্মের জয়গান গাইছে
মানুষকে ঘৃণা করে গ্রন্থ চুম্বনে ভক্তির ঢেঁকুর তুলছে!
তোমার মতো সাম্যের গান গায় না তো আর কেউ
ভাঙি মন্দির ভাঙি মসজিদ
ভাঙিয়া গির্জা গাহি সংগীত
কেউ বলে না আর।
আজও কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে খায় রাক্ষস
রক্ত লেখা লেখে না কেউই তোমার মতন করে।
বড্ড অভাব বোধে ভুগছি
এক দুরপনেয় শূন্যতা প্রতিপল জানান দেয়-
তুমি নির্বিকল্প, তুমি অদ্বিতীয়, তুমি তুমিই।