তবুও হেঁটে চলেছি
প্রতিনিয়ত আমি হেঁটে চলেছি
অনাগত ভবিষ্যৎ সম্মুখে,
জীবন পথের শেষ সীমানায়!
দিনে দিনে বয়স বাড়ছে,
শ্বাস-প্রশ্বাস ক্রমশ ভারি হচ্ছে,
শরীরের কলকব্জাগুলো অকেজো হয়ে,
নিজের কাছে নিজেই এখন হয়ে উঠেছি
এক মস্ত বোঝা!
জানি না এ পথের শেষ কোথায়!
কোথায় গিয়ে থমকে দাঁড়াবো আমি?
তবুও হেঁটে চলেছি প্রতিদিন এক পা, দু’পা করে,
এই পৃথিবীর মায়াঘেরা মেঠোপথ ধরে!
জীবনের চাওয়া-পাওয়ার সব হিসেব চুকিয়ে,
ক্রমশ আমি ধাবিত হচ্ছি –
পূর্ব পুরুষের রেখে যাওয়া পথের শেষ প্রান্তে।
যে পথে তারাও একদা হেঁটেছিল
এই পৃথিবীতে তাদের অস্তিত্বটুকু
শেষ নিঃশ্বাস অব্দি ধরে রাখতে…
আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় কবি ভাই। চমৎকার লিখেছেন খুবই ভালো লাগলো আপনার লেখা পড়ে।
শ্রদ্ধা ও শুভকামনা রইলো।