কবিতা: তপন তাপে মরছে মানুষ
তপন তাপে মরছে মানুষ
তপন তাপে মরছে মানুষ
যাচ্ছে পুড়ে ধরা,
শুকিয়ে যাচ্ছে খালবিল সব
চলছে দেশে খরা ।
জ্বলে পুড়ে মাঠের ফসল
হয়ে যাচ্ছে ছাই,
তপন তাপে ভীষণ বালাই
বাঁচার উপায় নাই ।
হিটস্ট্রোকতে মরছে মানুষ
হারাচ্ছে সবাই মনের বল,
মানুষ করছে বৃক্ষ নিধন
এই সবই তারই ফল।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও
কোরো না আর বন উজাড়,
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাও
পাবে শান্তি, উষ্ণতা কমবে ধরার ।