কবিতা: ঠিকানা খুঁজে চলেছি
অরিন্দম চট্টোপাধ্যায়
ঠিকানা খুঁজে চলেছি
তোমার অস্তিত্বহীনতার ভেতর অস্তিত্ব
তোমা থেকে আমি
এক অণু থেকে আরও এক অণু
এক প্রবাহীর ভেতর জীবন
কোন সরলরেখার মতো নয়
সবই ভাঙা ভাঙা খণ্ড গতিপথ
শুধু না বলা অন্ত:ক্ষরণ
স্তব্ধ হয়ে কথাহীন সময় কাটে…
ঠিকানা খুঁজে চলেছি….