কবি: মৃন্ময় ভৌমিক
জীবনের মূল্য
অপেক্ষার রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয় , কি জানি কেন? ফুরায় সময়,আলো ফোটে না। কিন্তু ঘড়ির সেকেন্ডর কাঁটা পেরিয়ে যায়, মিনিট, ঘন্টা কে ছুঁয়ে ছুঁয়ে। এইভাবে বাঁচি, আত্মহনন করতে পারিনা বলে। দুবেলা দুমুঠো ভাতের আশা! বাদবাকি নিষ্ফল প্রত্যাশা। ভাবি আর ভাবি তোমাদের কাছে এ জীবনের মূল্য কতটা।।