কবিতা: জীবনের এ খেলাঘর
জীবনের এ খেলাঘর
জীবনের এই নাট্যমন্চে ,বেঁচে আছি ভ্রান্ত এক কল্পলোকে ,
খেলে চলেছি অবিরাম আমরা
জীবনের এই খেলাঘরে।
জীবনের এ সমীকরণে স্বপ্নের দেশ চেয়েছিলাম,
চির সুন্দর যুগে যুগে তোমায় পাব বলে শুধু তোমায় খুঁজেছিলাম।
পলকে পলকে চাতকের মতো চাহি নীলাভ ঐ আকাশ পানে ,
দূূর উদাস এ মন ভেসে চলে যেতে চায় অজানা কোনো এক কল্পলোকে।
হাজার ভাবনায় ডুবে যাই তুুমি,আমি
জীবনের এ খেলাঘরে ,
হারানো স্মৃতিটুকু দোলা দেয় আজ ও মনের গভীরে।
এ জীবন ,এ কালের রথ যেন ছুটছে বেহিসাবি ,
ভেসে আসে ক্ষণে ক্ষণে শৈশব, কৈশোর, যৌবনের হাজার স্মৃতি।
নিঃসঙ্গ জীবন,কার পানে চাহি ছুটে চলি সুদূর দীপ থেকে দীপান্তরে,
কালের স্রোতে কোথাও আমরা হারিয়ে যাব অজানা এক চির সুন্দর চির শান্তির তরে ।