যদি আবার দেখা হয় কোনোদিন
সয়ে নেব বৃষ্টি, বাঁধের নোনা জল
ইলিশের গায়ে মেখে নেব সুখ
নদীর হাঁটু জলেই ভাসিয়ে দেব
অর্ধেক জীবনের সব লেনদেন, বনলতা সেন ।
মৃত গাঙ্গুরে পরিযায়ী শামুক
বেহুলার রক্তে ভেসেছে সাদা ফুল
আমি শুধু তোমাকে ভেবেছি,জোনাকির
পথে আলো নিভিয়ে মুখোমুখি চোখ
শোভনা, এখনও বেঁচে আছো?
আমি কার দোষ কাকে দিয়েছি?
কার ভুলে কাকে ক্ষমা করেছি?
হিসাবের খাতায় হেমন্ত এসেছে দেখে
ছুটে গেছি আজ নবান্নে
অনাহারে কাক,রেখেছে পালক
ভরা সংসার আমি নেই শুধু
লাবন্য আমাকে দেখেছে,আমি দেখেছি তোমায়
আমি অন্ধ,আলো এসে বসে নিশুতি রাতে
কথা বলো না, পাশে এসে শুয়ে পড়ো
এ সুখের অসুখে কত পথ পেরিয়ে এলাম
আজ গান্ধার নেই, দেশ ভাঙছে ক্রমাগত
ইয়েটস বলেছে তুমি আসবে,রক্ত ঝরবে
তবু হিজল বাবলার কাঁটাতেই দোয়েল
এসেছে,তোমার ঘরে খড়খুটিতে স্বপ্ন দেখছে
বনলতা সেন এ পথ দিয়েই ফিরে যাবে একদিন।