কবিতা: জন্মদিনে তোমাকে স্মরণ করি
জন্মদিনে তোমাকে স্মরণ করি
তোমার অগ্নিবীনা বাজে আজও তোমার দোলন চাঁপার বনে।
বিষের বাঁশিতে মধুর সুর এখনও তোমার বাজে।
কাটবিড়ালি পেয়ারা খেয়ে যায় এখনও খুকুর হাতে
লিচুচোর এখনও আছে দুষ্টু ছেলের মাঝে।
জন্মদিনে তোমাকে স্মরণ করি আজি
দুখু মিয়া নামটি তোমার হৃদয় মাঝে রাখি।
সব দুঃখকে জয় করেছ হে বিদ্রোহ বীর কবি
শাওন রাতে আমি তোমার কথাই ভাবি।