কবি: নীলরতন ধারা
হে প্রিয় কবি কাজী নজরুল লিখেছ চেতনার কথা।
তোমার কবিতার তীব্র ভাষায় ঘুচেছে দুঃখ ব্যথা।
মানুষের কথা তুলে ধরেছো তোমার কবিতা গানে।
কবিতা গানের বিদ্রোহী ভাষা জেগেছে সবার প্রাণে।
বিরহ প্রেমের কবিতা গানে প্রেমিক-প্রেমিকা পায় আশা।
নতুন করে তাদের মনে জাগায় ভালোবাসা।
বিদ্রোহ কবিতার ঝাঁজালো ভাষায় ইংরেজ কেঁপেছিল।
কবিতার ভাষায় বলিয়ান হয়ে যুব সমাজ দেশের জন্য লড়েছিল।
তোমার কবিতা গান নিয়ে সারা বিশ্বে চলছে গবেষণা।
কবিতার ভাষা গান নিয়ে চারিদিকে চলছে আলোচনা।
বিরহ প্রেমের কবিতা গানে সবার হৃদয় ভরে।
চেতনার বাণী ছড়িয়ে দিয়েছো বিশ্ব ভবন জুড়ে।