কবিতা: চেতনায় নজরুল
কবি: আঞ্জু মনোয়ারা আনসারী
কবিতা: চেতনায় নজরুল
বিদ্রোহী নও গো কবি, মানবতা-বাগে
অমর প্রেমের মাধুরী-গাথায় তুমি নজরুল
তোমার বাগিচায় ফুটেছিল কবিতা
গানের কতোই না ফল ফুল।
শুচি-অশুচির বাঁধন ভেঙে তোমাতেই
তুমি অপার্থিবতায় একাকার হয়ে–
“বল রে জবা বল/
কোন সাধনায় পেলি রে তুই/
শ্যামা মায়ের চরণতল।”
সীমার মাঝে অসীম প্রেমে তুমিই গেয়েছিলে
“এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান/
মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।”
হ্বজ-জাকাত, নামাজ-রোজা ঈদের খুশির গান।
বিপ্লবীর গহীন বুকে লুকানো প্রেম-ধন
ভব-নদের অতল তলে সাগরসম হৃদয়
সেই হৃদয়ে নিরজনে প্রেম রাঙিয়ে
“পাহাড়ে হেলান দিয়ে আকাশ ঘুমায় ওই”।
তোমার কথার শব্দ ভেলায় আজও
কবি মনে আমরা চয়ন করি
চির ভাস্বর চির নূতন তুমি
তুমিই মোদের চেতনার কাণ্ডারি।