কবিতা: চির-আলো ছায়া
চির-আলো ছায়া
চির-আলো ছায়া, সকলি কী মায়া
মন-বিলাসের ডালি!
যা বাঁচে গভীরে মুছিতে কী পারে
সময়ের ধুলো বালি।
মিছে কলতান, মান অভিমান
মিছে নয়নের জল,
চির মধুমাস, হৃদি-জলে বাস
ফুটে আছে শতদল।
যাব না কখনও, তবু যায় কেন!
খুলে বাঁধনের গিঁট,
কে বলে ছলনা! জেনো তারে এক
প্রেমেরই সাধনপীঠ।