কবিতা: গণতন্ত্র
রানি মজুমদার, তৃতীয় লিঙ্গের লেখিকা।
গণতন্ত্র
যত চোখের জল
সব তুচ্ছ শব তুচ্ছ।
মৃত্যু চাই, আরও রক্ত
চিতায় চিতায় সাজবে শ্মশান
কবরে ছয়লাপ।
শাসক নাশক কী নামে ডাকি?
আর কত খেলা রয়েছে বাকি?
থমকে থাকা আকাশ জুড়ে ভয়ের শাসন আঁকি।
আনিস, রাজেশ তাপস, অভিজিৎ, সুদীপ্ত, মইদুল… রক্তের ফর্দ শেষ কোথায় ?
বিভৎসতা নেশা বই কী?
একটা ব্যামো একটা অসুখ।
মানুষ গড়বে নিজের ধ্বংস
যত চোখের জল
সব তুচ্ছ, শব তুচ্ছ….