কবিতা: কিছু না পাওয়া থাক
কিছু না পাওয়া থাক
তুমি তো জানো না কিছু না জানলেও ক্ষতি নেই,
আমার সকল কবিতা তবুও তোমায় লক্ষ্য করে
যখন অবসন্ন হবে এই হৃদয়।
শুষ্ক মরু বুকে তুমিও তখন
নিশ্চিন্তে ঘুমোবে
আমার বুকের উপর।
সেদিন তোমার
শারীরিক লালিমাটা থাকবে না আর,
শুধু ক্ষয়ে যাওয়া চেহারার ভিতর গড়ে উঠবে নিশ্চিন্তে মানুষ চেনার ক্ষমতা
আমিও বয়সের ভারে ঝরে যাব
তোমাকে রাখবো প্রতিক্ষণে।
আমার সকল কবিতা তবুও
তোমাকে লক্ষ্য করে।
যে আগুন জ্বলেছিলো
নির্বাক আজ।
আকাঙ্খা আসে নতুনের পথে
পুরাতন ভাঁটা পরে,
নতুনের আগমন ঘটে
তোমার আকাশের আলো ক্ষয়ে যাবে যবে,
হেমন্ত ঝরে আমিও ঝরবো তখন।
জানি চলে যাব তবু কিছু না পাওয়া থাক।