কবিতা: কারো পৌষ মাস কারো….
কারো পৌষ মাস কারো….
তীব্র দাবদাহ। জনে জনে প্রার্থনা করে – আল্লা মেঘ দে পানি দে! আজকাল আল্লাহও মানুষের ধৈর্য ও সহনশীলতার অগ্নিপরীক্ষা নেন। কাঠফাটা রোদ্দুর। দিনমজুরদের ভীষ্মের শরশয্যা নিলে কি চলে? বেঁচে থাকার লড়াই মরুভূমির জাঙ্গল উদ্ভিদ আর চেরাপুঞ্জির স্যাঁতসেঁতে মাটির উদ্ভিদের এক ধরণের নয়।
আবদুল, মনোমোহনদের গতরটাই সম্বল। জন খেটেই সংসারের উনুনের উপর-নিচের রসদ যোগাতে হয়।তাই সর্বংসহ শরীর নওরোজের অগ্নিবাণে মুষঢ়ে পড়ে না।
রহিম আর অর্জুনের বড়ো ব্যবসা। রেমাল আসছে, স্বাগত। স্বস্তি আসবে।
আবদুল আর মনোমোহনের নড়বড়ে ঘর উড়ে গেছে। মাথায় হাত ওদের। ওদিকে ঝড়তুফানে গরম থেকে মুক্তির আনন্দে মাংস-ইলিশে রাজভোগের আয়োজন।কারো পৌষমাস আর কারো……