কবিতা: কাজী নজরুল ইসলাম
কবি নীল মিত্র
কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী কলম উঠল গর্জে বিদ্রোহের রণাঙ্গণে,
উর্ধ্ব গগনে বাজে মাদল সেই শুভক্ষণে।
প্রতারকের মন কেঁপে উঠল ক্ষণে ক্ষণে ।
ভীরু বাঙ্গালির ভয় থাকল না আর অধিকারের রণে।
প্রেম আর ভালোবাসাও ফুটে ওঠে তার গানে।
জাতি ধর্মের সীমা ছাড়িয়ে যায় নজরুলের লিখনে,
তাকিয়ে থাকে পন্ডিতেরা ও অবাক নয়নে;
তার অপূর্ব মাতৃ (কালী) বন্দনা শুনে।
তার সাথে পাড়ি দেই গ্রামের পথে আনমনে,
খেজুর পাতার ছন্দ শুনতে পাই তার সনে।
বাংলার মাটির পথ ছাড়িয়ে পৌঁছে যাই সাহারা মরুভূমির পানে,
তার লেখায় দেখে আসি আরব কন্যারে বালুচিস্তানে।
ধন্য কবি, ধন্য তুমি, থাকো জীবিত তোমার গানে,
তোমার লেখাগুলো স্মৃতি হয়ে থাকবে সব বিদ্রোহী মনে।
অনেক কবি আসবে, যাবে এই ভূবনে,
কিন্তু কাজী নজরুল ইসলাম নক্ষত্র হয়ে থাকবে সাহিত্যের গগনে।
বাঙালির গর্ব তুমি, শ্রদ্ধায় নত হই মোরা তোমার চরণে,
ছোট কবির বন্দনা জেনো তোমার সন্মানে।
নব জাতকের জন্য যে অঙ্গীকার তুমি করেছিলে,
সেই পথে চলতে যেন পারি আমরা তোমার সনে।।