কবিতা: কল্পিত চুম্বন
কল্পিত চুম্বন
একটি চুম্বনের আশায় চোখ বন্ধ করি,
সে তো দিয়েছিলে তুমি শব্দে, স্পর্শে নয়।
ভেসে যেতে পারতাম ষোড়শীর মত,
কিন্তু পেরেছি কি…?
অকূল দরিয়ায় টান পড়ে, সে টান সংযত হয়,
ভাবনায় আমিও দিয়েছি ভীত চুম্বন লাজুক ঠোঁট মেলে….
উড়েছিলাম দুজনে পৃথিবী জোড়া খুশি নিয়ে,
সেদিনগুলো ছিল আমাদের হেমন্তকাল।
সব বাধা নিষেধকে উপেক্ষা করে, অনেকটা
পথ চলেছি আবেগের ঘোরে…
তুমি থামোনি, আমিও থামতে চাইনি।
স্বপ্ন তখন ভীষণ জালে আষ্টেপৃষ্ঠে
আঁকড়েছে দরবারি কানাড়ার সুরে।
তুমি বাঁচার তাগিদে শ্বাস নিতে অকল্পনীয় ভাবে।
ভুলতে বসেছি বাস্তবের জঙ্গলে হাঁটতে হবেই,
তবু, তবুও হাত ছাড়িনি কেউ কারোরই,
কারণ হেমন্ত আমাদের ছেড়ে যায়নি।
সে ভালোবাসায় গল্প আছে, মন আছে শরীরও আছে, বৈধতা অবৈধতার বেড়াজাল ডিঙ্গিয়ে,
যা আজও আমাকে, তোমার মত,তোমার করে রেখেছে।
আজ পরিণত সব শব্দের লাগাম দিয়ে
পড়ন্তবেলার ইজিচেয়ারে, আমরা আজও হেমন্তকাল।