কবিতা: কবি নজরুল
কবি: সুমিতা চৌধুরী
কবি নজরুল
হে মোর বিদ্রোহী কবি,
জন্ম নাও এ ধরায় পুনর্বার।
জোগাও জাতিকে তোমার বিপ্লবের ভাষা,
দাও তোমার কলমের সেই ধার।
খুলে দাও, সকল জাত জালিয়াতের,
বজ্জাতির মুখোশ।
সকল জাতিকে মেলাও তোমার ঐক্যের সুরে,
জাগাও মানবজাতির মাঝে মানবতার প্রকাশ।
হে মোর প্রেম পূজারী,
ঢালো তোমার প্রেমসুধা এ ধরাতলে।
মানব মনে আসুক সঠিক ভালোবাসার চেতনা,
ঘুচে যাক সকল ঘৃণা, হানাহানি, সেই প্রেম সাগর তলে।
তোমার ভাবনায় সঞ্চারিত হোক নব প্রেম,
সৌন্দর্য্যের মাধুরীতে ভরা থাক সকল হৃদয়।
বিলানোর মাঝেই যে আনন্দ, ত্যাগের মাঝেই সুখ,
শেখাও তুমি পুনরায় তোমার কাব্য গাথায়।
তুমি যে আজও নবযুবক,
বিদ্রোহে, বলিদানে।
তুমি যে আজো তরুণ প্রেমিক,
প্রেমরসের সুধা দানে।
হে মোর কবি, তুমি আজো বড়ো প্রাসঙ্গিক,
সমাজ, দর্শন, ভাবনায়, চেতনায়।
তুমি ছিলে, আছো, রবে চির অম্লান,
মোর সকল ভাবনায়, মনের বন্দনায়।।