কবি আবদুস সালামের দুটি কবিতা:
কবি আব্দুস সালাম
১।। পদাবলী
মানবিকতার শরীর ভালো নেই
বিশ্বাসের অসুখে জর্জরিত হৃদয়ের জানালা
অত্যাধুনিক সভ্যতার নাম মনুষ্য সৃষ্ট হাহাকার-
২।। সময়ের আলোচিত কড়চা
পিপাসার ঠোঁটে চুমু খায় সূর্য
নৈঃশব্দ্যের ডালপালা থেকে ঝরে পড়ছে আগুন
বুকের ভেতর ধুমায়িত সময়
পোড়া গন্ধ ভাসছে সমৃদ্ধির দেশে
ভাল লাগলো