কবির মতো মানুষ
ভাবনার মারিয়ানায় নিরুচ্চারণ ডুবে আছি,
অথচ লেখার মতো কিচ্ছু নেই আমার।
এখন শুধু শব্দের প্রতিধ্বনি খুঁজে বেড়াই;
গোধূলির ম্রিয়মাণ পথে খুঁজে ফিরি
আকাশের অদৃশ্য আলো।
রেটিনায় মলিন পারদ—
ক্ষতবিক্ষত দৃষ্টির বেড়াজালে বিচ্ছুরিত ব্রহ্মবিভা।
ঈগলের রঞ্জনাহীন অশ্রুর স্পষ্ট বিবর্ধনে দেখি,
নিবন্ত বিম্বের ভিড়ে
একজন মানুষ কাঙালের চেয়েও নিঃস্ব বুকের পাতায়
কেমন করে কবির মতো
কৃষ্ণশীলার সমৃদ্ধি লিখে যেতে পারে!