কবিতা কানন
তুমি এলে বাতাস বয় মৃদু ছন্দে
তুমি এলে মৌমাছি দিশাহারা হয় মুকুলের গন্ধে
তুমি এলে শিমুল পলাশ রাঙা হয়ে ওঠে
তুমি এলে কুহু কেকা চঞ্চল হয়ে ওঠে
তুমি এলে রঙিন প্রজাপতি নেচে ফেরে উড়ে উড়ে।
তুমি এলে চঞ্চল মন আনমনা হয়
প্রেমের পরশে
তুমি এলে প্রাণ মেতে ওঠে বাঁধনহারা আনন্দে।।