কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)
কথোপকথন (লুকানো ভালোবাসা)
– প্রিয়তমা,
আমার জন্য এক টুকরো মেঘ হবে?
: কেন কবি?
– আমি তবে নীল আকাশ হব,
আগলে রাখব তোমায়
আমার সীমাহীন বুকের গহীণে।
: বেশ,
আমি তবে মেঘ হব তোমার জন্য,
আগলে রেখো আমায় সারাটাজীবন,
তোমার সীমাহীন বুকের গহীণে।
– প্রিয়তমা,
আমার জন্য অথৈ সাগর হবে?
: কেন কবি?
– আমি তবে তোমার ভালোবাসার
উত্তাল তরঙ্গ মাঝে, বিলীন হব,
হারিয়ে যাব গহীণ থেকে গহীণে।
: বেশ,
আমি তবে অথৈ সাগর হব তোমার জন্য,
আমার ভালোবাসার অতল গহীণে,
গভীরতায়, বিলীন হবে তুমি অহর্নিশ।
– প্রিয়তমা,
আমার জন্য তুমি অভিমানী হবে?
: কেন কবি?
– আমি তোমার অভাবটা অনুভব করবো,
অভিমানের আড়ালে খুঁজে নেব
তোমার লুকানো নীরব ভালোবাসা!
: বেশ,
আমি তবে অভিমানী হব তোমার জন্য,
অনন্ত নীরব অভিমানের আড়ালে,
খুঁজে নিও আমার লুকানো যত ভালোবাসা…