কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)।। রবিউল করিম পলাশ।। রাজশাহি।। বাংলাদেশ - শৃণ্বন্তু কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)।। রবিউল করিম পলাশ।। রাজশাহি।। বাংলাদেশ - শৃণ্বন্তু
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)।। রবিউল করিম পলাশ।। রাজশাহি।। বাংলাদেশ

আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)।। রবিউল করিম পলাশ।। রাজশাহি।। বাংলাদেশ

কবিতা: কথোপকথন (লুকানো ভালোবাসা)

    রবিউল করিম পলাশ

কথোপকথন (লুকানো ভালোবাসা)
 
– প্রিয়তমা,
  আমার জন্য এক টুকরো মেঘ হবে?
: কেন কবি?
– আমি তবে নীল আকাশ হব,
  আগলে রাখব তোমায়
  আমার সীমাহীন বুকের গহীণে।
: বেশ,
  আমি তবে মেঘ হব তোমার জন্য,
  আগলে রেখো আমায় সারাটাজীবন,
  তোমার সীমাহীন বুকের গহীণে।
– প্রিয়তমা,
  আমার জন্য অথৈ সাগর হবে?
: কেন কবি?
– আমি তবে তোমার ভালোবাসার
  উত্তাল তরঙ্গ মাঝে, বিলীন হব,
  হারিয়ে যাব গহীণ থেকে গহীণে।
: বেশ,
  আমি তবে অথৈ সাগর হব তোমার জন্য,
  আমার ভালোবাসার অতল গহীণে,
  গভীরতায়, বিলীন হবে তুমি অহর্নিশ।
– প্রিয়তমা,
  আমার জন্য তুমি অভিমানী হবে?
: কেন কবি?
– আমি তোমার অভাবটা অনুভব করবো,
  অভিমানের আড়ালে খুঁজে নেব
  তোমার লুকানো নীরব ভালোবাসা!
: বেশ,
  আমি তবে অভিমানী হব তোমার জন্য,
  অনন্ত নীরব অভিমানের আড়ালে,
  খুঁজে নিও আমার লুকানো যত ভালোবাসা…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!