কবিতা: এ বিরহ নাহি সাজে
এ বিরহ নাহি সাজে
বিরহ বিদুর মহাশূন্য দুটি চোখ
হাতে অগ্নিবীণা বিপ্লবী হিমাদ্রি সমান
বিদ্রোহ কৃষাণ শ্রমিক জীবনের মিলন উচ্ছাস
পরাধীনতার অব্যক্ত যন্ত্রনা প্রলয় নৃত্য উন্মাদ
দীর্ণ শরীর মৃত্যু শমন তবু অভয় জীবনানন্দ
আসে প্রেম দুখু মিঞার বাঁশির ব্যর্থ সুর
ভেঙে যায় প্রেমের সাজানো পঙক্তি গুলো
ছুটে চলা উল্কার মত যাযাবর ভালবাসা
প্রেয়সীর জোড়া ভ্রু ক্ষমাহীন ভ্রুকুটি ঈশান
গৃহহীন সন্যাসী প্রায় অনন্ত পথ চলা
একই হৃদয় দুটি সুর মন্ত্র পুরাণ আর আজান
শতদলে প্রবিষ্ট ছিল মন নিত্যকালের ইশারায়
ঘোচাতে চেয়েছিলে বিভেদ জাত আর বজ্জাতির খেলা
মৃত্যু এসেছে নানা ফিকিরে বারে বারে কাঁদে মন
নদী পার হয় খেয়া উন্মাদ হাওয়া ভাঙ্গে সেতু
নির্বাক অতি কাঙাল চেতনা হৃদয় মননে
কালের যাত্রার সারথি তুমি নটরাজ ধূমকেতু
মৃত্যুর ছায়া অকুতোভয় নির্মল বাসনা
সাদা পৃষ্ঠা নিষ্ঠুর আঁকি বুকি মৌন ঋষি অস্থির
বিরহের গান আজও গাওয়া হয় উন্মাদ মুসাফির।