এটাই আমার ইচ্ছা
অরবিন্দ দাস
আমার এই সুন্দর দেহখানি পুড়িয়ে ফেলতে চাই না,
চাই না খামোখা ছাই হয়ে মিশে যাক মাটিতে।
আমি আমার এই দু’টো চোখ কোন অন্ধকে দিয়ে দেবো,
তাঁরও তো মনে ইচ্ছে জাগে এই সুন্দর প্রকৃতি দেখার।
সেও দেখবে না হয় আমার চোখ দিয়ে সূর্য,চাঁদ,আকাশ আরো যা কিছু আছে।
আমার মস্তিষ্ক টাও কোন পাগল কে দেবো,
পাগলটা সেদিন হতে আর রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবে না, ভালো মন্দ বুঝবে।
আমার দু’টো পা -ও দিয়ে দেবো,
যার পা নেই , হাঁটতে পারে না।
সে অনেক আনন্দ পাবে , যেদিন চলতে পারবে, ঘুরতে পারবে সারাপাড়া,
আর বলবে আমি হাঁটতে পারছি।
আমার শরীরে যে রক্তটা আছে
সেটা প্রতিদিনই, প্রতিনিয়ত নষ্ট হয়।
আমি চাই আমার শরীরের রক্ত কোনো
ব্লাডব্যাঙ্কে দিয়ে দেবো,
যাতে আরো পাঁচটা প্রাণ বাঁচাতে পারে।
আমার এই দুই হাত দিয়ে দেবো আমি
যদি কারো কাজে লাগে।
যদি কোনো ব্যাক্তি শ্বাস রোগে থাকে,
তাকে দেবো আমি আমার ফুসফুস।
এমনি করেই বিলিয়ে দেবো আমার সর্বাঙ্গ।
আমি কোনো মতেই আমার শরীর নষ্ট করতে দেবো না।
এটাই আমার অঙ্গিকার, এটাই আমার ইচ্ছা।