এক বর্ষায়
ঝিরঝিরে এক বর্ষায়
মন ফিরে চায়
আর ফিরে যায়
কোন্ সুদূরে
এক দুপুরে
বড়ো নির্জন
শুধু বর্ষণ
হাওয়া উন্মন
বয় প্রাণপণ
ছাতার উপর ঝরছে
শুধু টুপটাপ
আর চুপচাপ
সেই দুটি মন
চেয়ে কতক্ষণ
হাসি ঝরছে
চোখ সরছে
সাজ সজ্জায়
শুধু লজ্জায়
উষ্ণতা কিছু জমছে
ঘন নিঃশ্বাস
জমা উচ্ছ্বাস
ওড়ে কুন্তল
চোখ বিহ্বল
ঠোঁট কাঁপছে
দূর মাপছে
আঁখি পল্লব
মানে পরাভব
আজ বহুদূর সেই বর্ষায়
জল ঝরছে
আঁখি ভরছে
মন ছুঁই ছুঁই
ভুঁইচাঁপা জুঁই
শুধু ফুটছে
জেগে উঠছে
কিছু বলছে
বলে চলছে
চোখ ফিরে চায়
মন ফিরে যায়
সেই শ্রাবণে
মন গোপনে
কসেই বর্ষায় সেই বর্ষায়…
দারুন ছন্দবোধক
কবি সত্যেন্দ্রনাথ দত্তের যোগ্য উত্তরসূরি।