উদার আকাশে
‘গাহি সাম্যের গান ‘ গেয়েছিলেন একদিন
আপনি বিদ্রোহী কবি কাজী নজরুল
অথচ এই দেশে এখনও সাম্য আসেনি
বিলকুল ;
ক্ষুধাতুর শিশুরা আজও কাঁদে রাস্তা ফুটপাতে
কেউই দেয় না দু’মুঠো খাবার তুলে
ওদের শীর্ণ দু’হাতে ;
ধর্ম বর্ণ জাতপাত নিয়ে এখানে আজও
রক্ত ঝরে
তবু সম্প্রীতির, ভালবাসার পতাকা মানুষ
তুলে ধরে পথে প্রান্তরে ;
আপনার স্বপ্নের সাম্য সম্প্রীতি আসবেই
একদিন সারা দেশজুড়ে,
সেদিন শান্তির পায়রা উড়াবো উদার আকাশে
ঝিকমিক রুপোলি রোদ্দুরে।