উজ্জ্বলতা
তীর্থঙ্কর সুমিত
মাঝে মাঝে শূন্যের সাথে কথা বলি
সত্যি শেখার জন্যে
নিদারুন অস্পষ্টতায় ছেয়ে আছে জটিল মুহুর্ত
রঙ ছিটিয়ে ছবি আঁকি
দাঁড়ি, বিন্দু ইত্যাদি ইত্যাদি
মোনালিসা – শকুন্তলা নয়
কুঁড়ে ঘর ও নয়
খোলা দিগন্ত ও নয়
হতে পারে রাস্তার মত জল ছেটানো নদী
একাকী অপেক্ষারত
কোনো বৃত্তের সীমাহীন উজ্জ্বলতা