রহমান সরদার
ইতিকথা
চালচুলো হীন ছেলেটিকে দেখিনি
দেখেছি তার অসহায়তা–
দরিদ্রতাকে দেখেও না দেখার
ভান করি-সজ্ঞানে পাশ কাটিয়ে
চলে যাই আদিগন্ত পথ…
সবুজের উপর নির্লিপ্ত স্বর্ণলতায়
চূড়ান্ত পরজীবী জীবন!
অথচ,বুঁদ হয়ে আছি স্বার্থপরতায়!
অনিশ্চিত দুর্ভোগময় জীবন কতদিন…
আর কতদিন?
যদি তার অকাল অবনমন ঘটে
এ তার নয়, সম্মুখে পশ্চাতে
ইতিহাসের জ্বলন্ত প্রাচীর —
নক্ষত্র হয়ে জ্বলে প্রজন্মের ইতিকথায়…
তবুও চেতনা ফেরে না
ঝাপসা সবকিছুই–
অগতির গতি হয়ে এসো
এসো জ্ঞানতরবারি ঝরাও বারিধারা–
ধুয়ে যাক যত গ্লানি…