আয়নার সামনে দাঁড়ালে
আয়নার সামনে দাঁড়ালে, নিজেই নিজেকে ভেংচি কাটি
ঝোলা চামড়া, সারা মুখে ট্যান, অজস্র গুটি
শরীর থেকে নামছে ঠান্ডা রক্ত স্রোত
তীরে এসে হাত নাড়ছে কাঙ্খিত পোত্।
গোধূলিকে বিদায় জানায় শঙ্খধ্বনি
সে যে নিয়ে আসবে প্রভাত
আমার জন্য কোন অপেক্ষা নেই
সমুদ্রের বুকে বালিকণার হারিয়ে যাওয়া।
পথ ও পাথেয় আজ অর্থহীন
জমা অক্ষরেরা বিদ্রুপের হাসি হাসে
মন নিজ নিকেতনে গেলে
জীবনও উঠোনে দাঁড়ায় ভেংচি কেটে।