কবিতা: আত্মহন্তারক ক্লাউন
আত্মহন্তারক ক্লাউন
আজকাল এনারকিস্ট ক্লাউন হয়ে ঘুরে বেড়াই
কোথাও দাঁড়াবার যায়গা নাই
মুখ ঢাকি বেদনার চড়ে
বিপ্লবের প্রতিবিম্বে তোমাকে খুঁজি না বহুদিন
সবই মিথ্যে উল্লাস আর নাগরিক ক্রন্দনের ন্যাংটো ছবি ও নোনাজল
আমিই আমার আত্মহন্তারক।
মৃত্যুর বিশ্লেষণী আক্বীদায় নিজেকে
ফাঁসিকাষ্ঠের ক্লাউন সাজাই
আহত জল্লাদ। বুকের রাজনীতি ও প্রেম
অবস্থান ও স্বপ্ন বদলে যাচ্ছে প্রতিদিন
হে নির্বিচার একাকীত্ব আত্মহন্তারক ক্লাউনের কাফনের কাছে দীর্ঘরাত বসে থাকো