নরম আলোর চিকন গালে এঁকে দিই পদ্মচিহ্ন
গরম বাতাসের ভেতর শিশির ফোঁটা
একটা অস্বচ্ছ এটিকেট জামা পরে আছি,
দৃষ্টি ওপরে, মাথায় উদ্ভট সূর্য
ছায়া দেখি না কো, ছায়া থাকে না-কি !
একগাদা কালো বিড়ালের লম্বা গোঁফ
তিরে বিঁধে থাকা শুঁয়োপোকা
প্রজাপতির ডানা মেখে বেরিয়ে আসে
সময়ের অপেক্ষা —
নির্বাচন নিয়ে এতো কথা কেন বাজে ?
চোখে চোখে নির্বাচন হলে
প্রেম পোড়ে না, হৃদয় ফাটে
যে বৃষ্টির কথা ছিল পতনের দিনে
সে ও তো অশ্রু হতে পারেনি এখনও।
সুন্দর মেসেজ