কবিতা: অলকানন্দা তীরে
অলকানন্দা তীরে
ভালোবাসি তোমায় অন্তরীক্ষে, মর্তে , সাগরের জলে আমি প্রেম অভিলাষী প্রিয়তমা তুমি হৃদয় অন্তরে।
আমি সদা চঞ্চল ডুব দেই বহমান স্রোতস্বিনী প্রবাহে
আমার সাগর স্পর্শে তুমি নদী হয়ে মিশে যাও হৃদয়ে।
ওগো প্রিয়তমা তোমার চোখের তারায় দেখেছি আকুলতা
ভরা পূর্ণিমার আলোতে সাগরে জলে তখন জোয়ার ভাটা।
প্রেমের জোয়ারে ভেসে চলি আমি অলকানন্দায় মিশে যাই
তোমার আলোর ঝর্ণায় ভরিয়ে হৃদয় শুধু তোমাকেই চাই।
আমি স্নিগ্ধ বায়ু শীতল ছোঁয়া তুমি ভোরের অলকানন্দার পদ্ম
সুরভিত তুমি সুগন্ধ সুবাসিত লেখা হয় প্রেমময় জীবনের গদ্য।
আমি প্রেমাসিক্ত মাদকতা ঘিরে ধরে আবিষ্ট তোমায় ঘিরে
প্রিয়তমা তুমি একদিন নদী হয়ে মিশে যেও সাগরের তীরে।
আবিষ্ট মনে তোমার স্পর্শে শান্ত জলে শোনা যায় মাঝিদের গান
একাকী আমি সিক্ত বস্ত্রে অপেক্ষায় তোমার ভালোবাসা করো দান।
ওগো চঞ্চল চপল গতি তুমি প্রিয়দর্শিনী কথা যাও বলে যেও
নীল দর্পণে ভেসে ওঠো তুমি নীলাকাশে আমাকে আপন করে নিও।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শৃণ্বন্তু সাহিত্য পরিবার এবং মাননীয় বিচারক মণ্ডলী কে আমার এই লেখা মনোনীত করবার জন্যে।