অন্তঃসলিলা
এম এম আব্দুর রহমান
সেই কথাটি হয়তো কোনদিন বলা হবে না
যে কথাটি পাহাড় কখনো মেঘকে বলেনি
ঝরণা কখনো বলেনি নদীকে
নদীও কখনো বলেনি সাগরকে
যুগ যুগ ধরে বৃষ্টি এসেছে শ্রাবণের ঘরে
বরষা এসেছে বাদলের সাথে
ফাগুনের আগুনে পুড়েছে গ্রীষ্ম
তবুও বলেনি যে কথা
সেই কথাটি হয়তো কোনদিন বলা যাবেনা তোমাকে
তুমি মেঘ হয়ে থেকো পাহাড়ের গায়ে,
আমি পাহাড় হয়ে
আগলে রাখবো তোমার ঝরণাকে।
সুন্দর প্রেমের রেণু ছড়ানো বার্তা