অনেকদিন পর
অনেক দিন পর
আকাশে মেঘেদের মেলা।
মেঘেরা ক্রমাগত ভেসে যাচ্ছে,
বিস্তৃত এক প্রান্ত থেকে,
অপর কোন এক প্রান্তে।
অনেক দিন পর
সবুজ মাঠের সবুজ আঁচলে
রাশি রাশি সাদা রংয়ের বক,
তার ধারালো চঞ্চু স্পর্শ করে,
সদ্য লাঙলের কর্দমাক্ত মাটি।
অনেক দিন পর
নদীর তীরে গাছের ছায়া
আনন্দে স্বছন্দে খেলা করে,
আর মায়া ভরা শুকনো পাতা
ঝরে পড়ে নদীর জলে।
অনেক দিন পর
হয়তো কারো অপেক্ষায়
পথের দিকে তাকিয়ে,
ভাবুক মনে কেউ তো
বাড়ির উঠনে বসে থাকে।
অনেক দিন পর
নিশ্চয়ই কোন একদিন,
সব কাঙ্খিত স্বপ্নরা,
বাস্তব জগতে রূপ পাবে।