অধরা আবেশ
নিউ টাউন-ডায়মন্ড হারবার-পঃবঃ
ঝরঝর ঝর ঝরে হলো সারা
সারা দিনমান ধরে,
বাতায়ন পাশে বসেই একা
মন যে কেমন করে।
কোথা তুমি নাথ এই বারিপাত
ভিজেছিনু যবে দোহে,
হাতদুটি ছিলো হাতেই তব
বৃষ্টিরা যেতো কহে।
বর্ষার সুরে কাছে থেকে দূরে,
পাশাপাশি বসে স্বপ্ন আবেশে
কতো ছায়াছবি এঁকে যেতো সবি,
বৃষ্টিরা এসে ছুঁতো এলো কেশে।
আগের মতোই বৃষ্টিরা আসে
কেটে গেছে তাল- সুর বাজেনা,
বিরহই ভাসে তুমি নেই পাশে
এলো কেশ আর সাজে না !