পাপিয়া অধিকারী
ক্লান্ত শ্রাবনের সঘন গোধূলি বেলা।
এলোমেলো হাওয়ায় বৃষ্টি-ধারা দিক্ ভ্রান্ত।
গন্ধহারা কদমবনের অবিশ্রান্ত হৈচৈ কে
করুনায় ভরিয়ে সারেঙ্গীতে বেজে চলেছে
“ব্যাকুল বাদল সাঁঝে … “।
রজনীগন্ধা আর ধূপের বিধুর গন্ধ মেখে
এক আলোকিত মহাসন পাতা।
সে মহাসন ধারণ করে আছে “সঞ্চয়িতা”।
বাদল হাওয়ায় তার পাতাগুলিতে
অস্থিরতার পদধ্বনি বলে চলে –
“সে আসিবে”।
কারণ,
“চলে যাওয়া মানে প্রস্থান নয় – বিচ্ছেদ নয়”।
Darun