শুনছ, দু’ তিনটে শব্দমায়া দিও আমায়…রোজ কেমন?
যেমন,কেমন আছো,ভুলে গেছো আমায়?
যেন আমি উত্তর দিতে গিয়ে বুকটা নিংড়ে তোমার কাছে পাঠাতে পারি।
শুনছো দু’ তিনটে শব্দস্পর্শ দিও আমায়…রোজ, কেমন?
যেমন, কি করছো? শরীর ভালো তো?
যেন আমি তোমার কোলে মাথা রেখে বলতে পারার মতো করে নিবেদন করতে পারি নিজেকে।
শুনছো, দু’ তিনটে হৃদয় জুড়ানো আকুলতার ছোঁয়া দিও আমায়…রোজ,কেমন?
যেমন, তোমায় ছুঁয়ে থাকি সারাক্ষণ,
আমার তুমি যে বড্ড আপন,
যেন আমার গলা বুজে আসে আবেগে, তোমার বুকে মাথা রেখে….
কান্নায় ভেঙে পড়তে আকুল হয়ে উঠি।
শুনছো আমার স্পর্শহীনতার স্পর্শে তুমি থেকো,
আমার ঘুম ভেঙে যাওয়া স্বপ্নে তুমি থেকো,
তুমি থেকো আমার বৃষ্টিস্নাত পথের শেষের উষ্ণ চাওয়ায়,
তুমি প্রতিটি ভাললাগাকে ভালোবাসায় ছুঁয়ে যেও,
তুমি আমায় একটা জীবনের চেয়ে বেশি আপন করে চেয়ো।