অমিত কুমার গোস্বামী
গতানুগতিক ছন্দে গিরগিটি আঁকে কজন শিল্পী।
কিছুক্ষণের মধ্যেই গ্রীষ্ম আসে, বর্ষা চলে যায়,
রেলষ্টেশনের ভীড় ফাঁকা করে মানুষগুলোকে
বয়ে নিয়ে চলে যায় সময়বাঁধা ট্রেন।
কবির কবিতার বই এর প্রাপ্তিস্হান বদলায় না।
শুধু বদলে যায় দেখার চোখ। শুনবার লোক।
পুকুর তার জায়গা ছাড়তে পারেনি বলে আরো কিছু লেখক,
তাকে কেন্দ্র করে ঘুরেছে পকেটে শব্দ নিয়ে।
তবুও কবি পরিবর্তন চায়।
তার ঘরের বইপত্তরে পোকা ধরেছে অনেক।
মেয়ে বিধবা হয়ে বাপের কাছে থাকে অনেকদিন।
দায়গ্রস্ত কবি সমাজ বদলাতে চায়।
সমাজ, ব্যবস্থা বলে তো কিছুই নেই।
সেখানেই কবি, অব্যবস্থার মাঝে,
দুজন দর্শকের সামনে নতুন ব্যবস্থার বই উদ্বোধন করে।
বংশরক্ষা হয় পরজীবীদের।